শ্রীমঙ্গলে তাপমাত্রা উঠানামা করলেও শীতের অনুভূতি আর নেই

সাইফুল ইসলাম

পাহাড় টিলা ঘেরা আর চা বেষ্ঠিত মৌলভীবাজার জেলায় তাপমাত্রা উঠানামা করলেও শীতের সেই অনুভূতি আর নেই। মাঘ মাস জুড়ে পুরো সময়টা থাকে কনকনে শীত। গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তবে আবহাওয়াবিদরা বলেছেন আরো ২/৩ দিন শীত আরো বাড়তে পারে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অতীতের তাপমাত্রার রেকর্ড পরিসংখ্যানগুলো দেখলে বুঝা যায় শীতের তীব্রতা কেমন ছিল।
ঢাকা আবহাওয়া অফিসের সহকারী সাওয়ার আলম সোমবার সকালে জানান,আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা রাজারহাটে ১১.০ ডিগ্রি সেলসিয়াস আর শ্রীমঙ্গলে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঢাকা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সোমবার (২৮ জানুয়ারী) ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৭ জানুয়ারী) ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড হয়েছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২৫ জানুয়ারি) ২০১৯ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্র ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তার আগের দিন ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সূত্র আরও জানায়, ১৯৯৫ সালের ৪ জানুয়ারী, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারী শ্রীমঙ্গলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালের ২২ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্র ছিল ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারী শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস সোমবার সকাল সাড়ে ১১টায় বলেন,‘আগামী ৩০ থেকে ৩১ তারিখে পর্যন্ত এই সময়টায় দেশে শীত আবার বাড়তে পারে। এরপর থেকে আবার শীত কমে যাবে বলে তিনি জানান।’

শেয়ার করুন