
কুলাউড়ায় স্বামী হত্যাকারী রেজন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে স্বামীকে আবু মুসলিমকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী রেজন বেগম (৩৫)-কে আটক করেছে পুলিশ।
৩০ জানুয়ারী বুধবার ভোররাতে উপজেলা টাট্রিউলি মুকিত মিয়া বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. শামীম মুসা।
উল্লেখ্য যে : গত ২৭ জানুয়ারী রবিবার রাত ১০টার দিকে স্বামী আবু মুসলিম (৪০)- কে একই ইউনিয়নের টাট্টিউলি গ্রামে তার নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করে চার সন্তানের জননী স্ত্রী রেজন বেগম প্রকাশ রিমা বেগম। ওইদিন রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু মুসলিম এর মৃত্যু হয়। পরের দিন ২৮জানুয়ারী নিহত মুসলিমের ভাই মো. মবশ্বির আলী বাদী হয়ে রেজন বেগমকে বিবাদী করে থানায় মামলা (নং-৪২) দায়ের করেন। ঘটনার পর থেকে রেজন বেগম পলাতক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আবু মুসলিমের সাথে রেজন বেগমের বিয়ে হয়। তাদের ঘরে সাদিয়া বেগম, নাদিয়া বেগম, নাহিদ, সাহিদ নামে চারজন পুত্র-কন্যা সন্তান রয়েছে।
ওসি মো. শামীম মুসা বলেন, ঘটনার পর থেকে রেজন বেগম আত্মগোপনে ছিলো। গোপন সংবাদে পুলিশের এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন,পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড।