সিলেট প্রতিনিধি, জালালাবাদবার্তা.কমঃ
বহি:বিশ্বে সিলেটের সুনাম ছড়ানো জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও ফ্রান্সের সভাপতি মো: হেনু মিয়াকে সিলেটে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোস্যাল রেভ্যুলেশন এর উদ্যোগে অনলাইন পোর্টাল সিলেটের ধ্বনি’র ব্যবস্থাপনায় বাংলাদেশে সফররত জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সিলেটের তরুণ সাংবাদিক ও সংগঠকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) ড. মির শাহ আলম বলেছেন, বহিরবিশ্বে সিলেটের সুনাম ছড়িয়ে দিতে জালালাবাদ এসোসিয়েশন কাজ করছে।
এ সংগঠন দেশের দৈব-দুর্বিপাক এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে দেশের আর্ত সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের বাইরে এদেশের সিলেটিদের সুনাম বৃদ্ধি পেয়েছে। তিনি এর ধারাবাহিকতায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানান।
রোববার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনলাইন পোর্টাল সিলেটের ধ্বনি’র সম্পাদক সুলাইমান আহমদ হুজাইফার সভাপতিত্বে, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটারিয়ান এস.এ শফি’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স সভাপতি মুহাম্মদ হেনু মিয়া।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম। শামীম বলেন, সিলেটের ঐতিয্য ও সম্মানকে সামনে রেখে আমরা প্রবাসে দেশকে এগিয়ে যাচ্ছি। জালালাবাদ এসোসিয়েশন এখন সারা বিশ্বে সুনাম ছড়িয়েছে, আমরা চাই দেশে এবং প্রবাসে এই ধারাবাহিকতা বজায় রাখতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য রোটারিয়ান তাহমিনা আহাদ রুজি, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সাঈদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সহ সভাপতি মাহবুবুল কাদির ওয়েছ, জালালাবাদ এসোসিয়শন ফ্রান্সের মেম্বার আশুক উদ্দিন রফিক, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মুসাদ্দিক হোসেন সাজুল, ডেইলী বিডি নিউজ সম্পাদক ফারহানা বেগম হেনা, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি সাইদুর রহমান রায়হান,সোস্যাল রেভ্যুলেশন’র সভাপতি কে এম সালমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক সৈয়দ আব্দুল হাফিজ, রোটারিয়ান দিলোয়ার আহমদ রাফি।
আরও বক্তব্য রাখেন হযরত আয়েশা সিদ্দিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুদু মিয়া, ব্যবসায়ী সুদিন তালুকদার, জহিরুল ইসলাম, সৈয়দ মুফাজ্জল ইমাম রুহেল, হাসান রহমান মারজান, শেখ আবুবকর সুন্নাহ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহসিন উদ্দিন নাঈম। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আজিজ জাফরান।