লাইসেন্স ও হেলমেট ব্যবহারকারী চালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কমলগঞ্জ পুলিশ

খ ম জুলফিকারঃ

জনসচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে পুলিশ সেবা সপ্তাহ পালন করছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা। এ উপলক্ষে বুধবার (৩০ জানয়ারি) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পয়েন্টে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই  বেলায়েত হোসেন, তোফায়েল হোসেন, এএসআই  আনিছুর রহমান এবং থানা পুলিশ টিমের অংশগ্রহনে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় যে সকল গাড়ি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজ পত্র ঠিক পাওয়া গেছে তাদেরকে থানার পক্ষ থেকে ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়। যাদের কাগজপত্র ঠিক নাই তাদের হাতে ধরিয়ে দেয়া হয় মামলার কাগজ।

পুলিশের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ণ ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন