মৌলভীবাজার বিজিবি সদস্য হত্যাকান্ডের ঘটনায় আরেক বিজিবি সদস্য গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে চাতলাপুর সড়কের তানজিম আবাসিক হোটেলে সাইফুল ইসলাম (২৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ এক বিজিবি সদস্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার আভিযোগে আসাদুল ইসলাম (২৮) নামে আরেক বিজিবি সদস্য গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
৩১জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ থানার পুলিশের কাছে শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টরের সংশ্লিষ্টরা তাকে তুলে দেন।
গ্রেফতারকৃত আসাদুলের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আমজাদ হোসেনের ছেলে। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী  বৃহস্পতিবার রাতে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি কর্মকর্তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় তাকে আমাদের কাছে হস্তান্তর করে।তবে তাকে কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ চলছে।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত: হোটেল ও রেজিস্টার খাতা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি ব্যবসার কাজে শমশেরনগর এসে কয়েক ঘণ্টা বিশ্রামের জন্য হোটেল বুক করেছিলেন। তার ঠিকানা শ্রীমঙ্গল উল্লেখ করেছেন। হোটেল বুক করার সময় বলা হয়েছিল তার এক পরিচিত লোক দেখা করতে আসবে। গত ২৫ ডিসেম্বর দুপুরে এ হোটেলে এসেছিলেন।
হোটেল মালিক মাহবুবুর রহমানের ভাষ্য, গত ২৫ ডিসেম্বর ২০১৮ইং রোজ মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম পরিচয় দিয়ে এক ব্যক্তি কয়েক ঘণ্টার জন্য তৃতীয় তলার ২১১ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিলেন। বেলা আড়াইটার দিকে হোটেল ম্যানেজারের অনুপস্থিতিতে ওই ব্যক্তি হোটেল অফিস কক্ষে চাবি রেখে চলে যায়। এরপর আর এ কক্ষটি খোলা হয়নি। ২৯ ডিসেম্বর শনিবার হোটেলের সব কক্ষের গোসলখানার পানির লাইন মেরামতের কাজ করতে গিয়ে সেখানে লাশ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ।
কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ধারণা করা যাচ্ছে এই ব্যক্তিকে অচেতন করে হত্যার পর চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে গেছে। লাশটি ৪-৫ আগের। হোটেল কক্ষ থেকে হত্যায় ব্যবহৃত আলামতও সংগ্রহ করা হয়েছে। নিহত সাইফুল কুলাউড়া উপজেলার শরীফপুর বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্রগ্রামের মিরসরাই থানার দোয়ারু এলাকার নুরুল আমিনের ছেলে।

শেয়ার করুন