মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে চাতলাপুর সড়কের তানজিম আবাসিক হোটেলে সাইফুল ইসলাম (২৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ এক বিজিবি সদস্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার আভিযোগে আসাদুল ইসলাম (২৮) নামে আরেক বিজিবি সদস্য গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
৩১জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ থানার পুলিশের কাছে শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টরের সংশ্লিষ্টরা তাকে তুলে দেন।
গ্রেফতারকৃত আসাদুলের বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আমজাদ হোসেনের ছেলে। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বৃহস্পতিবার রাতে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি কর্মকর্তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় তাকে আমাদের কাছে হস্তান্তর করে।তবে তাকে কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ চলছে।