ছয়ফুল আলম সাইফুলঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে ট্রাক চাপায় মোছাম্মাৎ খয়রুন্নাহার বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।
৩১ জানুয়ারি ২০১৯ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে কুলাউড়া পৌর শহরের স্থানীয় একটি পলি ক্লিনিকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুঁইগাও গ্রামে। তিনি তারেক মিয়ার মা এবং হাজীপুর সোসাইটি, কুলাউড়ার স্বনির্ভর প্রকল্প -১ এর সুবিধাভোগীদের একজন সদস্য ছিলেন।
চিকিৎসাধীন মেয়ের জন্য ঔষধ কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নিরঞ্জন দাস।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই ট্রাকটির ড্রাইভার পলাতক রয়েছে।