জালালাবাদবার্তা.কমঃ
অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বাংলাদেশি বংশদ্ভোদ মিসকাতুল ইসলাম। ১ ফেব্রুয়ারি ২০১৮ (শুক্রবার) কানাডার টরন্টো শহরের অদূরে হ্যামিলটন জেনারেল হাসপাতালে শুক্রবার তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন।
সপ্তাহ খানেক আগে নিজ ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU)তে রাখা হয়।
কানাডার বিভিন্ন শহরে তার রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন কানাডা প্রবাসী হাজার হাজার বাংলাদেশি। কিন্তু মহান সৃষ্টিকর্তার ডাকে সাগা দিয়ে সবাইকে কাঁদিয়ে তাকে মৃত্যুর কাছে হার মানতে হয়। মিসকাতুল ইসলাম কানাডার গুয়েলফে বসবাসরত বাংলাদেশি ড. শওকাতুল ইসলামের ছেলে।
আজ শনিবার দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার অকাল মৃত্যুতে কানাডায় বাংলাদেশি কমিউনিটির সকলেই শোকাহত।