খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের রাজনগর থেকে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী পংকজ দেব (১৮) নামে প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানসহ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর উপজেলাধীন পূর্ব কদমহাটা বাজার থেকে তাকে আটক করে।
পংকজ দেব মৌলভীবাজার সদর উপজেলার নিধির মহল গ্রামের প্রদীপ দেবের ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক জানান, অভিযুক্ত পংকজ দেব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ”Dk Bai” ও ”Rahul dk”, নামে ভূয়া আইডি খুলে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি (SSC Question Out dk) গ্রুপ তৈরী করে। উক্ত গ্রুপের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।