শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.২ডিগ্রি সেলসিয়াস!

সাইফুল ইসলাম.
হাওর, পাহাড়া আর চা বেষ্ঠিত মৌলভীবাজার জেলায় তাপমাত্রা উঠানামা করছে। শেষ পর্যন্ত মাঘের প্রায় শেষভাগে এসে দেখা মিলেছে সেই শীতের অনুভূতি। শহরের তুলনায় পাহাড়ী ও হাওর এলাকায় সেই শীত প্রাকৃতিক কারণেই অনেক বেশি। গ্রামাঞ্চলের অনেক মানুষের জন্য তা বয়ে এনেছে বাড়তি কষ্ট ও দুর্ভোগ।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অবজারভার মো. মুজিবুর রহমান বলেন, শীত মোটামুটি ভালই লাগছে। গতকাল সোমবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর দেশের সর্বনিম্ন রাজশাহীতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।’
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী ৮-৯ ফেব্রুয়ারী সারাদেশে সামন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই তারিখের ভেতরে যেকোনো সময় এই বৃষ্টিপাত এদিক -সেদিক হতে পারে। ওই সময় বৃষ্টিপাত হওয়ার ফলে দুইদিন তাপমাত্রা আরও কমতে থাকবে। আবার দুইদিন পর থেকে ক্রম্বানয়ে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে বড় ধরণের শৈত্য প্রবাহ বা মাঝারি ধরণের শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন,তাপমাত্রা ১২-থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করবে।’
২০১৮ সালের ৩১ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অতীতের তাপমাত্রার রেকর্ড পরিসংখ্যানগুলো দেখলে বুঝা যায় শীতের তীব্রতা কেমন ছিল।
ঢাকা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সোমবার (২৮ জানুয়ারী) ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৭ জানুয়ারী) ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড হয়েছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২৫ জানুয়ারি) ২০১৯ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্র ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তার আগের দিন ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সূত্র আরও জানায়, ১৯৯৫ সালের ৪ জানুয়ারী, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারী শ্রীমঙ্গলের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালের ২২ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্র ছিল ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারী শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন