আইজিপি পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ

বিশেষ প্রতিনিধি:

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য আইজিপি পদক পেয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

চৌকস পুলিশ অফিসার হিসেবে দায়িত্বপালনে দেশের অন্যান্য পুলিশ অফিসারদের সাথে তাকে এ পদক প্রদানের জন্য মনোনীত করা হয়।

বুধবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে পদক তুলে দিলেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।

উল্লেখ্য, চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলার ফরাজীকান্দি গ্রামের মো. আবু ইউসুফ ২০০২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স এবং ২০১০ সালে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকার ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজে ইংরেজি প্রভাষক পদে কর্মরত ছিলেন।

২৯ তম বিসিএস মো. আবু ইউছুফ ২০১১ সালে পুলিশে যোগদান করে ডিএমপি মিডিয়া এন্ড পিআর ও তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিকের এসি পদে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকা ডিএমপি থেকে বদলী হয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন।

বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন