১৮ মার্চ মৌলভীবাজার ৭ উপজেলায় নির্বাচন

স্টাফ রিপোর্টার॥ দ্বিতীয় ধাপে দেশের ১২৯টি উপজেলা পরিষদে ১৮ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা রয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

মৌলভীবাজার জেলার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সহ দ্বিতীয় ধাপে যে ১২৯টি উপজেলায় ভোট হবে।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ওই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন