বিশেষ প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারী।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরীন আক্তার । মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে ইতোমধ্যে তিনি গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে উপজেলার প্রত্যন্ত এলাকায় পোষ্টার ও লিফলেট বিতরণ করেছেন। সাধারণ ভোটাদের কাছে দোয়াও চেয়েছেন। শিরীন আক্তার একজন সমাজকর্মী। তিনি মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ।