খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ
ইশারা ভাষা,সকলের অধিকার এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা মধ্যে দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত করেছে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার।
৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম। বক্তব্য রাখেন শিক্ষার্থী হায়দর আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিশু চিকিতসক ডা: এ,কে,এম জিল্লুল হক, অবসরপ্রাপ্ত জেলা হিসাব কর্মকর্তা আজির উদ্দিনসহ অন্যান্যরা।