জালালাবাদবার্তা.কমঃ
লাল সবুজ সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, বই এর মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয় গতকাল কমলগঞ্জ উপজেলা মিলনায়তনে। মাহমুদুল হাসান উজ্জল প্রতিষ্ঠিত এ সংগঠনের আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক সাহিত্য সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘটে। কবি বীরেশ্বর সিংহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্মাননা প্রদানকৃত গুণীজনদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান ও মীর লিয়াকত উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ কামরুজ্জামানের প্রধান আতিথ্যে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করেন কুমিল্লার প্রকাশক কবি রোকসানা সুখি, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলালউদ্দিন, কবি সনাতন হামোম, প্রথম আলো’র মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মরমী শিল্পী ইউসুফ আলী, কবি শাহরিয়ার কবির, সাংবাদিক শাহীন আহমদ, কবি ঊষারানী দেবী ও বিভিন্ন সাহিত্য সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
কবি বীরেশ্বর সিংহ, কবি মাহমুদুল হাসান উজ্জল, কবি ও কন্ঠশিল্পী অনামিকা সিংহ’র তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রানবন্ত উপস্থাপনায় ছিলেন কবি আজিজুর রহমান।