»এক্সক্লুসিভ»কমলগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান দিলেন লন্ডনপ্রবাসী দম্পতি
কমলগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নে ১ লক্ষ টাকা অনুদান দিলেন লন্ডনপ্রবাসী দম্পতি
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মো:মোস্তাফিজুর রহমান,কমলগঞ্জ (মৌলভীবাজার) .
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন তহবিলে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন পতনউষার নিবাসী লন্ডন প্রবাসী বিশিস্ট সমাজসেবক লিয়াকত খান ও কবি জ্যোৎসা খান দম্পতি।
১১ ফেব্র“য়ারী সোমবার রাত ৮টায় প্রেসক্লাবের কার্যালয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাব ভবন উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ জুয়েল আহমেদ এর নিকট আনুষ্টানিক ভাবে লন্ডনপ্রবাসী দম্পতির পক্ষে আর্থিক অনুদান তুলে দেন ছাত্র নেতা মিতুল খানও জসিম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ^জিত রায়, সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল মুক্তাদির, সাংবাদিক সালাহ উদ্দীন শুভ প্রমুখ।
উলেখ্য যে, পতনউষারেরনিবাসী লিয়াকতখান ও জ্যোৎসা খান র্দীঘ দিন ধরে লন্ডনবসবাস করছেন। প্রচারবিমুখ এ দম্পতি নিরবে এলাকায় অসহায় গরীব মানুষের কল্যানে কাজ করে চলেছেন।