সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা


সিলেট ডেস্ক :: সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ফার্মেসিকে বড় অংকের জরিমানা করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক ও ইরতিজা হাসানের সমন্বয়ে নগরীর মীরবক্সটুলা এলাকায় ভেজালবিরোধী অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশের মদিনা ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা এবং পপুলার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মোরশেদ কাদের এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে সকল ধরণের ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।

এসএ

শেয়ার করুন