উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় ৬ জনের মনোনয়নপত্র ক্রয়

কুলাউড়া প্রতিনিধি :: আসন্ন ২য় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহনের জন্য এপর্যন্ত ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুলাউড়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফি আহমদ সলমান ও নবাব আলী নকি খান। এছাড়া কুলাউড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে পূনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না।

মঙ্গলবার কুলাউড়া উপজেলা নির্বাচন অফিস থেকে আরো ৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে নির্বাচন অফিসসূত্রে জানা গেছে। এ নিয়ে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জনসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, মনোনয়নপত্র ক্রয়কারীদের মধ্যে মঙ্গলবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লংলা চা-বাগানের রাজকুমার কালওয়ার ও শরীফপুর ইউনিয়নের লালারচকের আব্দুল আহাদসহ ৩ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এছাড়া গত সোমবার উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান এবং  এনজিও সংস্থা প্রচেষ্টার নির্বাহী পরিচালক, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এসএ

শেয়ার করুন