কুলাউড়ায় বরমচালে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :: কুলাউড়ার বরমচাল মানব সেবায় রক্তদান সংস্থার আয়োজনে স্টুডেন্ট কেয়ার মেধা বৃত্তির পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৪ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে বরমচাল চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা আলাল খানের অর্থায়নে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই আয়োজন করা হয়।

মানব সেবায় রক্তদান সংস্থার সহ সভাপতি রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্ণিং বডি’র সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি’র সভাপতি খায়রুল আমিন, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফাক আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ সাইদুর রহমান চৌধুরী, কমলগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মুন্তাকিম চৌধুরী, কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক কামরুন নাহার, মানব সেবায় রক্তদান সংস্থার সভাপতি মন্টু বর্ধন।

অনুষ্ঠানের শেষার্ধে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক ও প্রাইজ বন্ড তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরনী শেষে ফ্রান্স প্রবাসী মো. জিলু খানকে সংবর্ধনা দেয়া হয়।

শেয়ার করুন