মৌলভীবাজার প্রতিনিধি:
আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে সিলেট বিভাগের সবচেয়ে বড় ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুযুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ’র প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার বার্ষিক আন্তর্জাতিক এই মহা সম্মেলন শুরু হয়।
দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিদের শুক্রবার সকাল থেকেই ঢল নেমেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী,বুযুর্গ,আলেম-ওলামা,বুদ্ধিজীবি,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারী কর্মকর্তা,সাধারণ মানুষ,হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান এখন ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত।
সকাল থেকেই দূর দুরান্ত আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসতে শুরু করেন।
দেশি-বিদেশি লাখোমুসল্লিদের অংশগ্রহণে আমবয়ানের মধ্য দিয়ে শুরু বরুণা মাদরাসার ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
এর আগে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াতের পর জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম বরুনা মাদরাসার প্রিন্সিপাল ও বরুণার বর্তমান পীর আল্লামা খলীলুর রহমান হামিদী’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে
জুমআর নামাজপূর্বে গুরুত্ব বয়ান পেশ করেন আল-খায়ের ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও লন্ড ইকরা টিভির পরিচালক ইমাম কাসিম রশীদ আহমদ ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। নামাযের ইমামতি করেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী।
শেয়ার করুন