খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ
১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবিরে গরীব, দিনমজুর ও অসহায় রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।
আল খায়ের ফাউন্ডেশন ও আল-খলীল এডুকেশন এন্ড কালচারেল সেন্টার ইউকের উদ্যোগে সোমবার দিনব্যাপি বরুণা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে রোগীদের এই সেবা দেওয়া হয়। শতাধিক রোগীদের চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের সহযোগিতায় ডা. নুসরাত মেহজাবিন শান্তা, ডা. আব্দুল মান্নান ও ডা. আব্দুল বাতেন তালুকদার এর তত্ত্বাবধানে ক্যাম্পটির আউটডোরে ৭৫০জন রোগীকে চিকিৎসা দেয়া হয়। চোখের ছানি অপারেশন হয় ৮৫ জনের ও চোখের নালী অপারেশনের চিকিৎসা করা হয় আরও ১৫ জন রোগীকে। এর আগে বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী আনুষ্ঠানিকভাবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দাল হোসেন খান প্রিন্সিপাল বানিয়াচং ফাজিল মাদরাসা, মাদ্রাসার সহকারি শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাওলানা মন্জুর আশরাফী, আবুল হোসাইন।