কমলগঞ্জে খেলার মাঠে বজ্রাঘাতে একজনের মৃত্যু, দগ্ধ ৩

.মৌলভীবাজারের কমলগঞ্জে ক্রিকেট খেলার সময় বজ্রাঘাতে রিফাত মিয়া (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। এতে আহত হয়েছে রিফাতের তিনজন খেলার সাথী। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিফাত কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। আহতরা হলো—উপজেলার উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২)।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান জানান, উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিফাত মিয়াসহ চার শিশু মাঠে ক্রিকেট খেলছিল। বেলা সাড়ে ৩টার তিকে ঝড়-বৃষ্টির মাঝে আকস্মিক বজ্রঘাতে রিফাতের মৃত্যু হয়। আহত হয় অপর তিন শিশু। তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, ‘বজ্রঘাতে রিফাতের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের খোঁজ-খবর রাখা হচ্ছে।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে।’
শেয়ার করুন