সাইফুল ইসলাম.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃহত্তর বৃন্দাবনপুর এলাকায় উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও আব্দুন নূর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের অর্থায়নে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে।
১৭ ফেব্র”য়ারী রোববার বেলা ৩টায় রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আব্দুন নূর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আং নূর মাষ্টারের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিষ্টারের সঞ্জালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, লেখক-গবেষক আহমদ সিরাজ।
কমলগঞ্জে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ মিনার উদ্বোধন, স্কুল ড্রেস বিতরণ
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য কমরেড সাইফুর রহমান, রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিখিল চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।