সিলেটের গোলাপগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটের গোলাপগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক

সিলেটের গোলাপগঞ্জ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।
১৬ ফেব্র“য়ারি ২০১৯ ইং তারিখ রাত ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন জকিগঞ্জ রোডস্থ গোলাপগঞ্জ চৌমহনী সংলগ্ন মেসার্স রহমার এন্ড কোং সিএনজি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২,৭১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানা- আলিম উদ্দিন (৩০), পিতা- মৃত নিমার আলী, সাং-মাহিয়াহালি, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর নাম ও ঠিকানা-২। বদরুল হক @ বদু (৩২), পিতা- মৃত ছানুয়ার আলী @ ছানই, সাং-পশ্চিম বেউর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন