দেশীয় তৈরি চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
১৬ ফেব্র“য়ারি ২০১৯ ইং তারিখ দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসপি এ,কে,এম কামরুজ্জামানসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৩ নং পুল এলাকার নাহার পেট্রোল পাম্পের সামনে থেকে ১৭২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারি চালিত অটো রিক্সাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- ১। মিন্টু লাল মদক (২৯), পিতা- ইন্দ্র লাল মদক, ২। মোঃ মহিবুর মিয়া (২৬), পিতা- আব্দুল কাদির মিয়া, উভয়ের সাং- রুপসপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন