অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা মাঠে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠান  (১৮ফেব্রুয়ারি) সোমবার অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২৬জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ক্রীড়া উৎসবে দৌড়,রানিং লং জ্যাম্প,কুয়ার ভিতর বাহির,বল নিক্ষেপ,চকলেট দৌড়, ইত্যাদি। দিনব্যাপী ক্রীড়া আনন্দ উৎসব শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান।
ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক ডব্লিউ রায় এর সভাপতিত্বে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্দি সেবা ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা চন্দন কুমার পাল, ডা: সন্জিব মৈত্রী,একটি বাড়ী একটি খামার এর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুম,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। খেলা সার্বিক পরিচালনায় ছিলেন মল্লিকা গোস্বামী, দিপা রানী দেব, দেবস্মীতা বর্ণী ও কমল অধিকারী প্রমুখ।
শেয়ার করুন