মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ভূমিগ্রামের মাদারীবন এলাকার সড়কের পার্শ্ববর্তী ক্ষেতের মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ভূমিগ্রামের মাদারীবন রাস্তার পাশে ক্ষেতের জমিতে কার্টনে ভেতরে থাকা নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় কৃষকরা ওই ক্ষেতের জমিতে গেলে কাটুনে ভর্তি নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতার মর্গে প্রেরণ করে।
কমকমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধীন চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনী পদক্ষেপ নেয়া হবে। তদন্ত চলছে বিষয়টি সনাক্ত করার জন্য।