মৌলভীবাজারের উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
সোমবার (১৮ফেব্রুয়ারি) জেলা ও প্রতিটি উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এই মনোনয়নপত্র জমা দেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে মৌলভীবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চারবারের চেম্বার সভাপতি মো. কামাল হোসেন । যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে জেলার মধ্যে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র প্রার্থী।