শাকির আহমদ :: উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে (১৮ মার্চ) কুলাউড়া উপজেলা নির্বাচনে অংশ গ্রহনের জন্য চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (১৮ ফেব্রæয়ারী) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আহসান ইকবাল এর কাছে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছেন, আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের কাণ্ডারী, উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাদিপুর ইউপি চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাবেক টিলাগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মহীউদ্দিন হোসেন ও সাবেক পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী নকি খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছেন, আঞ্জুমানে আল-ইসলাহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলাউড়া পুজা উৎযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাবেক পৌর কাউন্সিলার মো. মতিউর রহমান মতই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, লংলা চা-বাগানের রাজকুমার কালওয়ার, শরীফপুর ইউনিয়নের লালারচকের আব্দুল আহাদ ও শাবিপ্রবি’র ছাত্র হুমায়ুন কবির শাহান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছেন, পৌর জাসদ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও জয়পাশার মোছা. শাহানা আক্তারসহ ৩ জন।