শাকির আহমদ :: মৌলভীবাজারের মনু নদী খননের দাবিতে বিশাল মানববন্ধন করেছে মনু পাড়ের মানুষ। আশু দূর্যোগে সর্বস্ব হারানোর শঙ্কায় তাঁরা মাঠে নেমেছে নিজেদের রক্ষায়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন কর হয়। এদিকে এক বছর হলো মনু নদ খননের টেন্ডার পাশ হলেও এর কাজ এখনো শুরু হয়নি।
বুধবার সকাল ১১টায় নদীর পাড়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
বাপার জেলা সমন্বয়ক আসম সালেহ সোহেল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো. ফিরুজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. আব্দুল আহাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধূরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন- মৌলভীবাজারবাসী প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। আমরা এর অবসান চাই। গত বন্যায় শহরবাসী খুবই আতঙ্কে ছিল। কিন্তু মনু নদী খননের টেন্ডার পাশ হলেও কি কারণে খনন কাজ হচ্ছে না? আমরা এর উত্তর চাই! অথচ খনন কাজের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পথে। আমরা অনতিবিলম্বে মনু নদী খনন চাই। তা নাহলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়া হবে।