কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রুয়ারি’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে কুলাউড়া শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরের শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছের নেতৃত্বে কুলাউড়া পৌরসভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম মূসার নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বিপুল চক্রবর্তী ও নির্মাল্য মিত্র সুমনের নেতৃত্বে উদীচী শিল্পীগোষ্ঠি, কুলাউড়া প্রেসক্লাব, প্লাটুন টুয়েল্ভ, ইউনাইটেড রয়েল্স ক্লাব, মুক্ত স্কাউট গ্রুপ, স্যোসাল কেয়ার অব নেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে প্রভাতফেরীতে অংশ নিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।