কুলাউড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো সোস্যাল কেয়ার অব নেশন

কুলাউড়া প্রতিনিধি :: মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বায়ান্নোর এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার প্রথম প্রহরে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের পক্ষ থেকে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সোস্যাল কেয়ার অব নেশনের উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, একে এম জাবের সহ আরো অনেকে।

এছাড়াও সংগঠনের সদস্য বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ আনিসুল ইসলাম, প্রতিষ্টাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আল সালোক, শিক্ষা বিষয়ক সম্পাদক ভাস্কর দে, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহমিদ খান শাওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অলক চন্দ্র, সদস্য আহমেদ তানজুল, আবির হোসেন, সুমন ও প্রমুখ।

শেয়ার করুন