কুলাউড়া প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রæয়ারি’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, কুলাউড়া শাখা।
বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে কুলাউড়া শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি বিপুল চক্রবর্তী, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, নির্বাহী সদস্য প্রভাষক জয়ন্ত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ সেবুল, নির্বাহী সদস্য এইচ ডি রুবেল, হৃদয় দাস, সুমন আহমদ, রেজাউল করিম প্রমুখ।
এছাড়াও ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের জনগণ।