কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার হিংগাজিয়া গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল ২০ ফেব্রুয়ারি বুধবার এই । উক্ত নির্বাচনে ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে বিজয়ী হয়েছে ৩য় শ্রেণির আশরাফুল ইসলাম সায়েম, সানজিদা ইসলাম রাইছা, ৪র্থ শ্রেণির তাছলিমা আক্তার, তাসফিয়া আক্তার তম্মি, ৫ম শ্রেণির নাদিয়া জাহান মৌমি, তাইবা রাজ নিশাত, ইনতিয়াজ আহমদ রাফী।