শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গুলো মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে এসে সমবেত হয়।
পরে সেখানে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো: শাহজালাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান,।
প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি শাহ অলিদুর রহমান, আওয়ামীলীগ, রেডিওপল্লীকন্ঠ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার চেম্বার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, সিভিল সার্জন, জেলা মাধ্যমিক শিক্ষা অফি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিজনেস ফোরাম, জেলা পরিবহন শ্রমিকলীগ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এরপর ভোর সাড়ে ৬টায় প্রভাত ফেরী হয়। এতে অংশ গ্রহন করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাএীবৃন্দসহ ও নানা পেশার মানুষ।