»আন্তর্জাতিক»পুরান ঢাকার চকবাজার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, জালালাবাদবার্তা ডটকমের শোক
পুরান ঢাকার চকবাজার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, জালালাবাদবার্তা ডটকমের শোক
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
বিশেষ প্রতিনিধি:
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে মুহ্যমান সারাদেশ। স্বজন হারানোর এ নির্মম পরিস্থিতিতে ফেসবুক হয়ে উঠেছে শোকবই।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরমধ্যে কানাডা থেকে প্রকাশিত জালালাবাদবার্তা ডটকমের প্রকাশক ও সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী ও হেড অব নিউজ ব্যুরো অব বাংলাদেশের প্রধান মো. সাইফুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
‘অসহনীয়’, ‘বাকরুদ্ধ’, ‘অশ্রুসিক্ত’—এমন শব্দে যেন থমকে আছে।