বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিনিধি মুনজের আহমেদ চৌধুরীর পিতা মৌলভীবাজারে অ্যাড জামিল চৌধুরী স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি.
বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিনিধি মুনজের আহমেদ চৌধুরীর পিতা মৌলভীবাজার জেলা বারের প্রবীন আইনজীবি প্রয়াত অ্যাড. জামিল উদ্দিন চৌধুরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মৌলভীবাজার শাখা।
১৯ ফেব্রুয়ারী বুধবার রাতে মৌলভীবাজার শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আইনজীবি বারের সিনিয়র অ্যাড. ডাডলি ডেরিক প্রেন্টিস’র সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রমাকান্ত দাশ গুপ্ত, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা বারের সাবেক সভাপতি শান্তি পদ ঘোষ, সিনিয়র আইনজীবি কামাল উদ্দিন আহমদ চৌধুরী, রহমান, ব্যারিষ্টার জিসান হায়দার, ব্যারিষ্টার জহরত আদিব চৌধুরী, পাবলিক প্রসিকিউটর এএসএম আজাদুর, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. মির্জা ছয়েফ উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজী, আব্দুল খালিক দীপেন্দ্র কুমার দাস গুপ্ত, আবুল কাশেম, মাহবুবুল আলম রুহেল, কামরেল আহমদ চৌধুরী, অসিত রঞ্জন ভট্টাচার্য, আবু তাহের, আব্দুল মুকিত মাইনু প্রমুখ।
স্মরণসভা শেষে হাফিজ অ্যাড. আব্দুল আলিম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশ্যভোজে মিলিত হন।

শেয়ার করুন