দুর্বৃত্তের গুলিতে নিউইয়র্কে বাংলাদেশীর মৃত্যু

মোহাম্মদ ইসলাম, নিউইয়র্কঃ

নিহত রেজওয়ান কিবরিয়া

নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড এভিনিউতে রেজওয়ান কিবরিয়া নামের এক বাংলাদেশীকে নিজ বাসায় দুর্বৃত্তরা হত্যা করেছে।

জানা যায় ২৬শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তরা এই বাংলাদেশীর বাসায় কলিং বেল চাপতে থাকে। তিনি দরজা খোলা মাত্র তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সাথে সাথে রেজওয়ান কিবরিয়াকে নিকটবর্তি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এখন পর্যন্ত হত্যা করার কোনো কারণ জানা যায়নি, তবে পুলিশী তদন্ত চলছে। 

উল্লেখ্য, মরহুমের দেশের বাড়ি বাংলাদেশের সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকার নিউইয়র্কে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

শেয়ার করুন