বুধবার ২৪ পাকিস্তানি বিমানকে রুখে দেয় ৮ ভারতীয় বৈমানিক: এনডিটিভি

বিদেশ ডেস্ক

বুধবারের বিমানযুদ্ধের বিষয়ে বিস্তারিত তথ্য হাতে পাওয়ার দাবি করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। তাদের দাবি, ভারতীয় আকাশসীমায় এগিয়ে যাওয়া পাকিস্তানি ২৪টি বিমানের এক বহরকে মোকাবেলায় নিয়োজিত হয়েছিল ভারতের ৮টি বিমান। প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানগুলোর নিক্ষেপ করা বোমা ‘অল্পের জন্য’ ‘সামরিক লক্ষ্যগুলোতে’ আঘাত হানতে ব্যর্থ হয়।

সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানোর কথা জানিয়ে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক বৈমানিককে আটক করে পাকিস্তান।
এনডিটিভি ২৮ ফেব্রুয়ারির প্রতিবেদনে বুধবারের বিমান হামলা প্রসঙ্গে জানিয়েছে, এদিন ভারতীয়দের ধাওয়া করা পাকিস্তানের বহরে ছিল আটটি মার্কিন এফ সিক্সটিন, চারটি ফরাসি মিরেজ থ্রি, চারটি চীনা জেএফ সেভেন্টিন জঙ্গি বিমান। বাকিগুলো ভারতীয় হামলা থেকে জঙ্গি বিমানগুলোকে সুরক্ষিত রাখার জন্য পাঠানো যুদ্ধবিমান। অন্যদিকে তাদেরকে বাধা দিতে ছুটে যায় ভারতীয় আটটি বিমান। এসবের মধ্যে ছিল রাশিয়ার তৈরি চারটি সুখোই থার্টি, দুইটি ফরাসি মিরেজ টু থাউজেন্ড এবং দুটি মিগ বাইসন।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার সেই জইশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের কথা বলেই ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায় ভারত। এরপর দুই পক্ষের মধ্যে বুধবার আরেক দফায় পাল্টাপাল্টি বিমান হামলা হয়।

শেয়ার করুন