সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশির মৃত্যু

জুবায়ের আহমেদ নেফুরঃ

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুজনেরই বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগে বলে জানা যায়।

২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ফুজাইরা-দিব্বা মহাসড়কের তুইন নামক এলাকায় জালাল আহমদ এবং মাসুম আহমদের গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় তারা চাকা পরিবর্তন করতে নামে। এই সময় পিছন থেকে আসা একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। দুর্ঘটনার পরবর্তীতে ঘাতক গাড়ির চালক নিকটবর্তি পুলিশ স্টেশনে আত্মসমর্পন করে বলেও জানা যায়।

নিহতদের মরদেহ বর্তমানে দিব্বা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে, দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের কার্যালয় থেকে জানানো হয় যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

দুবাই প্রবাসী নিহতদের ঘনিষ্ঠ বন্ধু মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রুমন হাসান জালালাবাদবার্তা.কম কে জানান, গত ১১ বছর ধরে ফুজাইরার আল-ওতানিয়া ডকুমেন্টস ক্লিয়ার কোম্পানীতে কাজ করে আসা সিলেট জেলার কানাইঘাট উপজেলার পূর্ব-গোয়ালজুন এলাকার জনাব সিফাত উল্লাহ্‌র ছেলে জালাল আহমদ (২৯) এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামের জনাব মছলু মিয়ার ছেলে মাছুম আহমদ (৩২) কে তিনি দির্ঘ ১০ বছর ধরে চিনেন, তাদের সাথে জড়িয়ে আছে সুখ-দুঃখের অনেক স্মৃতি। তিনি তাঁর এই দুই বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েন। সদা হাস্যউজ্জ্বল জালাল এবং মাছুমের এই অকাল মৃত্যুতে রুমন হাসানের মতো সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। 

শেয়ার করুন