শাকির আহমদ :: মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার আঞ্চলিক সড়কের বেইলী ব্রিজের এঙ্গেল (পাঞ্জাম) ভেঙ্গে পাটাতন সরে যাওয়ায় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভেঙ্গে যাওয়ার ৬০ ঘণ্টা পর ওই ব্রিজের মেরামত শেষে গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১টার দিকে ইট বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার পরপরই ব্রিজের পাটাতন সরে যায়। এসময় অন্যান্য গাড়ীর ড্রাইভার ও যাত্রীরা শব্দ শোনে এগিয়ে দেখতে পান, ব্রিজের একপাশের এঙ্গেল (পাঞ্জাম) ভেঙ্গে গেছে। এরপর থেকে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে উপজেলার শরীফপুর, হাজিপুর, কর্মধা, পৃথিমপাশা, টিলাগাঁও, রাউৎগাঁও ইউনিয়নের আংশিক এলাকার জনসাধারণ এই সড়কে মালামাল বহন-সহ যাতায়াত করতে পারেননি। বিকল্প সড়কে যাতায়াত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হোন তাঁরা।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে ব্রিজের পাটাতনগুলো সরিয়ে ব্রিজ মেরামতের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। আশেপাশে ইলেক্ট্রিসিটি ব্যবস্থা না থাকায় ব্রিজের ভেঙ্গে যাওয়া এঙ্গেল (পাঞ্জাম) বিকল্প পন্থায় মেরামত করা হয়েছে।
এবিষয়ে কুলাউড়া সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, মেরামত পুরোপুরি সম্পন্ন করতে টানা দুই দিন দুই রাত কাজ করতে হয়েছে। আপাতত ভেঙ্গে যাওয়া ওই এঙ্গেল (পাঞ্জাম) রিকভারী করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই সড়কে ওভার লোডিং নিয়ে গাড়ি যাতায়াত করে। এই ব্রিজের ধারণ ক্ষমতা থেকেও অধিক গাড়ি যাতায়ত করে। ফলে ব্রিজটি সরিয়ে নতুন ব্রিজ স্থাপন করা জরুরী। আমরা ইতোমধ্যে নতুন ব্রিজের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি।