কুলাউড়ায় আন্তঃস্কুল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয় ও নির্মলা শিক্ষাকেন্দ্রের আয়োজনে আন্তঃস্কুল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী প্রান্তিক দেব এবং চ্যানেল আই সেরাকণ্ঠের সঙ্গীতশিল্পী তরিক মৃধা।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর মিশনের পালপুরোহিত ফাদার রবি রোজারিও ওএমআই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর লুইস রোজারিওর সভাপতিত্বে এবং শিক্ষক ফয়সল আহমদের পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় এছাড়াও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত শেখানো সুদর্শন রবিদাস এবং সিলেট বেতারের সঙ্গীতশিল্পী শিউলি আচার্য। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষপর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজয় চন্দ্র মল্লিক প্রমুখ।

কবিতা আবৃতি, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, ছড়াগান, একক নৃত্য, অভিনয়, মুকাভিনয়, রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা

প্রসঙ্গত, আন্তঃস্কুল শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রণী উচ্চ বিদ্যালয়, শাহসুন্দর উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয় ও নির্মলা শিক্ষাকেন্দ্র অংশগ্রহণ করে।

শেয়ার করুন