কমলগঞ্জ প্রতিনিধি॥ আগামী ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ও পহেলা মে মেদিবস পালন উপলক্ষে কমলগঞ্জের কালেঙ্গায় গণতান্ত্রিক মহিলা সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক মহিলা সমিতি কালেঙ্গা আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪ মার্চ সোমবার রাত ৮টায় কালেঙ্গাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক মহিলা সমিতি কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি দেলোয়ারা বেগম এর সভাপতিত্বে ও সম্পাদিকা আম্বিয়া বেগমের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া ও সম্পাদক দুলাল মিয়া। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন বেগম, সুফিয়া বেগম, ফুলবানু বেগম, জান্নাত বেগম, ইয়াসমিন বেগম, বেগম বিবি, জিনু বেগম ও রিক্সা শ্রমিক ইউনিয়নের গিয়াস মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজ, পরিবারসহ নানা ক্ষেত্রে নারীরা বৈষম্যের স্বীকার। অথচ সমাজের সর্বক্ষেত্রে নারীদের ব্যাপক অবদান রয়েছে। তাই নারী সমাজের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, আগামী ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ও পহেলা মে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্যদিয়ে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।