মৌলভীবাজার বিএনপির ৪জন নেতাকর্মীকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি:
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় মৌলভীবাজার বিএনপির ৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়ার পর বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপিকে চিঠি দিয়ে জানানো হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে বহিষ্কার করেন।
বহিস্কার নেতাকর্মীরা হলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া উপজেলা বিএনপির নেত্রী ও সাবেক উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা আক্তার চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতা ও মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি লিটন আহমদ সাজু ও কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও বর্তমান সদস্য আব্দুল মূয়ীন ফারুক, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেত্রী ও সাবেক উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার লিলিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
শেয়ার করুন