বাংলাদেশিদের উদ্দোগে ইতালীতে প্রতিষ্ঠিত হচ্ছে মুসলিম কবরস্থান

ইতালী প্রতিনিধি, জালালাবাদবার্তা.কমঃ

২ মার্চ ২০১৮ (শনিবার) কলিআলবানী চিকেনহাটের হলরুমে রোম বিডি স্পোটিং ক্লাব ইতালীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম পলাশের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি ও ইতালীতে কবরস্থান প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা জনাব নূরে ছিদ্দিকী বাচ্চু এবং বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল। এসময় কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যার মধ্যে খোলা মাঠে পবিত্র ঈদের জামাত, কোরবানী, ইফতার মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বনভোজন, বর্ষবরণ ও বৈশাখী মেলা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে আলোচনায় সব চাইতে বেশি গুরুত্ব পায় ইতালীতে মুসলিম রিতিতে কবরস্থান প্রতিষ্টার বিষয়টি।

এসময় প্রধান অতিথি জনাব নূরে আলম ছিদ্দিকী বাচ্চু তার বক্তব্য কালে ইতালীতে কবরস্থান প্রতিষ্ঠার বিভিন্ন দিক বর্ননা করেন এবং কেন আমাদের একটি মুসলিম কবরস্থানের প্রয়োজন তাহা তুলে ধরেন। সাথে সাথে ক্লাবের দুইজন সদস্য রুহুল ও শফিক ১হাজার ইউরো করে নগদ কবরস্থানের সদস্য ফরম পুরন করে সদস্য হন। সভাপতি, সাধারন সম্পাদকসহ বাকীরা সবাই সদস্য ফরম নিয়ে যান এবং খুব তাড়াতাড়ী টাকা পরিশোধ করে নিজেরা সদস্য হবেন এবং অন্যান্ন কলিআলবানী এলাকায় বসবাসরত সকল মুসলিম প্রবাসীদেরকে সদস্য করবেন বলে অতিথীদেরকে আশস্থ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি ও রোম বিডি স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা অলিউদ্দিন শামীম, উপদেষ্ঠা সুমন আহমেদ, ইকবাল হোসেন, মোঃ মামুন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ন-সম্পাদক শফিকুর রহমান, মোহাম্মদ হিমেল, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, মোঃ রিদন, সদস্য মোঃ রনি, আশফাক প্লাবন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

পরিশেষে আপ্যায়নের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন