মৌলভীবাজার ইসলাম মিশনে দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ

মৌলভীবাজার পৌর শহরের ইসলাম মিশন মিলনায়তনে ইসলাম মিশনের আয়োজনে শনিবার (০২ মার্চ) দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায়, ইসলাম মিশনের সভাপতি সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুনু। চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে পরীক্ষা শেষে ঔষধ প্রদান, চোখের ছানিপড়া ও চোখের নেত্রনালী ডিসিআর রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। প্রায় অর্ধশত ছানি রোগীদের লেন্স লাগানো হবে। এছাড়া বহির বিভাগে চার’শ রোগীর চিকিৎসা প্রদান করা হয়।

শেয়ার করুন