সংবাদ সম্মেলনে অভিযোগ প্রতিপক্ষের হামলায় আহত মহিলা মৃত্যু শয্যায়

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত মহিলার শারীরিক অবস্থার অবনিত হওয়ায় এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে অভিযোগ উঠেছে। ৬ মার্চ বুধবার বেলা ১১টায় একই গ্রামের শাহ আলম নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তার মায়ের শারীরিক অবনতির জন্য লিখিত বক্তব্যে প্রতিপক্ষ মাসুক মিয়া ও তার ছেলেকে অভিযুক্ত করে এই বক্তব্য তোলে ধরেন।

লিখিত বক্তব্যে মখলিছ মিয়ার ছেলে শাহ আলম বলেন, ২০১৭ সনের ১১ নভেম্বর ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ভোরে রাস্তায় হাঁটতে বের হলে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের জামায়াতের কর্মী মাসুক মিয়া ওরপে মাসুক মোল্লা ধারালো দা দিয়ে আমার মা আফিয়া বেগম (৫৭) হাত, মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথায় আঘাতজনিত কারণে তাঁর ব্রেনে সমস্যা, হাত ভেঙ্গে ফেলা হয়। এঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। (জি,আর ০৯/১৭, ২১৬/১৭ আদালতে বিচারাধীন রয়েছে।) মামলা দায়ের করার পর মাসুক মিয়া মামলা প্রত্যাহারের হুমকি প্রদান করে। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারনে (জি,আর-৪৪/১৮, ডায়েরী নং-৪৬৪) দায়ের করা হয়। তিনি বলেন, আমার মায়ের ব্রেনে অস্ত্রোপচার সহ ধারাবাহিক চিকিৎসা করেও শারীরিক অবস্থার কোন উন্নতি ঘটানো যায়নি। ফলে দীর্ঘদিনে তাঁর শারীরিক চরম অবনতি ঘটায় তিনি এখন বিছানায় মৃত্যু শয্যায় আছেন। এরপরও মাসুক মিয়া ও তার ছেলে হামিদ মিয়া নানাভাবে হুমকি ধামকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

তবে অভিযোগ বিষয়ে মাসুক মিয়া ও তার ছেলে হামিদ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন