বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী জননেতা রাশেদ খাঁন মেনন এম.পি কে মৌলবাদী অপশক্তি হেফাজতের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা।
আজ সকাল ১০ টায় জেলা পার্টির সম্পাদক মন্ডলীর এক জরুরী সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন মৌলবাদী অশুভ এই অপশক্তির কাছে মেননের আতœসমর্পন বাংলাদেশের মুক্তিযোদ্ধের চেতনার অসম্পদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের আতœসমর্পনের হুমকির সামিল। আমাদের দেশের ৭২ এর সংবিধান যার মূল ভিত্তি ছিল ধর্ম নিরেপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। এর মর্মবস্তুই হলো একটি অসম্প্রদায়িক ধর্মনিরেপেক্ষ, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা।
মৃতুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খাঁন মেননের নেতৃত্বে রাজনৈতিক ভাবে জাতিকে ঐ পথে সংগঠিত করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আন্দোলন সংগ্রাম গড়ে তুলে মৌলবাদী ও জঙ্গী অশুভ অপশক্তিকে প্রতিরোধ সংগ্রামে ওয়ার্কার্স পার্টি অবিচল থাকবে। ঘাতকরা মেননের বুকে বুলেট নিক্ষেপ করেও রাজনৈতিক এই দৃঢ় অবস্থান থেকে সরাতে পারেনি। নেতৃবৃন্দ অতীতের ঐতিহ্য পথ ধরে মৌলবাদী এ অপশক্তির বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শেয়ার করুন