উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ‘স্বতন্ত্র’ প্রার্থী আফজল হক ভোটের প্রচারণায় ব্যস্ত

প্রচারণায় আফজল হক

 

বিশেষ প্রতিনিধি.
উপজেলা পরিষদ নির্বাচনে  আ’লীগের ‘স্বতন্ত্র’ প্রার্থী আফজল হক উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি উপজেলার প্রত্যন্ত এলাকায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন। তবে এবারের নির্বাচনে আফজল হক বনাম রনধীর কুমার দের’র সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ পর্যন্ত জয়ের মূখ দেখছেন আনারস  প্রর্তীক আফজল হক। তিনি ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক  উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন  স্বতন্ত্র প্রার্থী হিসেবে ।
প্রসঙ্গত.১৯৯৭ সালে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করেন ।  তার প্রতিদ্বন্দ্বি  হিসেবে আওয়ামী- লীগ সভাপতি কমলেশ ভট্টাচার্যকে  পরাজিত করে সদর শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান হন তিনি। তৎকালীন সময়ে  চেয়ারম্যান থাকাকালীন সময় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হয়ে স্বর্ণপদক লাভ করেন।

আফজল হক



শেয়ার করুন