আব্দুস শহীদ এমপির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের যত সব অভিযোগ ! কমলগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলনে
মৌলভীবাজার প্রতিনিধি.
লিখিত বক্তব্য রফিকুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতা ও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করছেন ।
তিনি বলেন, এমপি সরকারি প্রটোকল ব্যবহার করে কমলগঞ্জের সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারি উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিসহ নানাভাবে নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করে ভোটারদের তার ভাইয়ের পক্ষে আনার চেষ্টা করছেন।
আগামী ১৮ মার্চ নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার আশা ব্যক্ত করে অধ্যাপক রফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ বিষয়ে গত ৫ মার্চ রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
শেয়ার করুন