নিজস্ব প্রতিনিধি :: জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও কুলাউড়া থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল ইসলাম ফয়েজের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮মার্চ মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নুরুল ইসলাম ফয়েজ ২০১১ সালের এদিনে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
জীবদ্দশায় তিনি দক্ষিণ জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জুড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, কুলাউড়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি, জুড়ী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য ক্রীড়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।